Monday, 31 October 2016

Band display enthralls people

Where stern and always alert attitude of BSF Jawans’ have gone?! Can’t believe it! OMG, rough and tough looking jawans with automatic weapons have suddenly became soft and tendering. It was a totally different atmosphere here at Akhaura Indo-Bangla border in Agartala, Tripura. Keeping scary weapons aside, BSF personnel and jawans of Border Guards Bangladesh (BGB) were greeting common people of Tripura of India and Comilla of Bangladesh. What had turned the attitude of border guarding jawans?



Actually, it was a nice cultural evening, a joint display of musical synchronization between jawans of two nations, India and Bangladesh.  A joint band display of BSF and BGB was organized at ICP, Agartala-Akhaura Check Post today (Oct 31, 2016).  The objective of the programme was to strengthen good relationship, peace and tranquility along Indo-Bangla border areas between the Border Guarding Forces of two friendly nations.

    

Well dressed musical bands of BSF and BGB jawans perfectly synchronized their musical instruments, played several tunes and created an atmosphere of serenity. Musical rhythm broke the boundary and enthralled the people of either side of the border.

Sunday, 30 October 2016

Sahas at Ramoji Film City

ProMASS: Oct 30, 2016:

'SAHAS' at Ramoji Film Studio, Hyderabad is a great attraction. It challenges Sahas or courage of a person and people are keen to test their courage. In this Video, a teen, named Satyarchi Chanda from Agartala, Tripura is High on testing his courage.

Find Satyarchi HERE in Youtube.


RK Beach of Vizag

ProMASS: Oct 30, 2016:

Vizag, known as 'City of Destiny' is nestled between Eastern Ghat mountain range and Bay of Bengal. Among other beaches, RK Beach is one the most popular beaches in Vizag.

Check out the video in Youtube and enjoy ethereal dance of waves in the backdrop of man-made mechanical chaos.

Click on RK Beach

RK Beach after Sunset

Diwali: Useful tweets from Apollo

ProMASS: Oct 30, 2016: 

Apollo Hospital and Apollo Foundation have tweeted some very useful as well as heartwarming information. Blog readers may Check out these here:





Villagers delighted as PM made unscheduled stoppage

ProMASS: Oct 30, 2016:

PM Narendra Modi made an unscheduled stop and mingled with common people   PM Himself twitted about his unscheduled stoppage & people's reaction. In his twit, PM said, "Made unscheduled stop at Chango village, close to Somdu , to wish people on Diwali. Was deeply touched by the impromptu reception & their joy". Somdu is in Himachal Pradesh.

He also twitted photographs that portraits unbounded joy of villagers as they suddenly get an opportunity to greet Prime Minister.





Photos collected from Twitter Account of PM Narendra Modi.





PM's 25th episode of Mann ki Baat on Oct 30 at 11AM on AIR

Prime Minister Narendra Modi will share his thoughts on a number of themes and issues in Mann ki Baat programme of All India Radio at 11 AM tomorrow. It will be the 25th episode of the monthly radio series. The Prime Minister has invited people to share their ideas. People can share their views in MyGov Open Forum. People can also give a missed call on 1922 and directly give suggestions to the Prime Minister.



During the last edition of the programme, Mr Modi had said that nation's armed forces are fully equipped to foil any nefarious designs. He said, there are many opportunities to talk for political leaders and they do talk, but the Army does not talk, they speak through their valour.

Speaking on Swachhta Abhiyan, Mr Modi said, citizens have now become more aware on cleanliness. 

The Prime Minister had also invited the youth to create Start Ups on Waste to Wealth as it can be a big avenue for employment.The programme will be broadcast on the entire network of All India Radio and Doordarshan. 

The programme would also be streamed on the You Tube channels of Prime Minister’s Office, Ministry of Information and Broadcasting and DD News. Regional language versions of this broadcast will be aired by AIR stations in respective regions at 8 in the evening.

(Source: AIR NEWS)

Saturday, 29 October 2016

Nagaland tops in HIV prevalence in India

ProMASS, Oct 29, 2016: 
It is not a good news from a beautiful State like Nagaland. An adobe of natural and cultural richness, Nagaland is a tiny North Eastern State of India.  
As per the HIV Sentinel Surveillance (HSS) 2014-15 data, Nagaland state continues to top in the HIV general prevalence rate in the country with 1.29% and third in the adult prevalence rate at 0.78%. This was stated by Deputy Director (M&E) NSACS, Dr. Vezokholu Theyo during the one-day sensitization and training for DPRO’s and media persons at DIPR, Kohima yesterday.
According to Dr. Theyo, as per the data collected by NSACS, age group between 25-34 years stands highest in the State at 43%, 35-49 years with 31% and 15-24 years with 16%. She said 91 % of the HIV transmission was through sexual route while parent to child was 6% and 2% remain unknown. NSACS Deputy Director (IEC), Thejangunuo, who spoke on ‘media ethics and role of media in HIV response’, urged upon media persons to understand critical importance of HIV& AIDS in order to disseminate to all readers, audiences and viewers the right kind of knowledge on the issue.
She said, media would be able to play a pivotal role in important personal and policy decisions by highlighting positive stories. Earlier, director IPR Limawati Ao, in his welcome note urged upon media personnel and DIPR officials to be aware of the facts and figures of HIV & AIDS in the state, in order to create awareness and educate the people of the state.

Friday, 28 October 2016

Pak resorts to heavy shelling at LoC

ProMASS, Oct 28, 2016:
In the latest incidence of ceasefire violation in Jammu and Kashmir, Pakistani forces resorted to heavy shelling in Hirangar sector of Kathua district and Sambha sector along the International Border and Krishna Ghati sector in Poonch district along the Line of Control on Saturday evening.


After shelling from across the border in Kathua and Hiranagar areas, local residents are migrating to safer places. Locals say this has never happened before, such heavy firing from Pakistan. 

People have left the village as Everyone is so scared. SHO Mohd Younis Choudhary in Rajouri, said, "We are ready, dont want any casualties. This is heavy shelling. Have asked locals to stay indoors." (Source: DD NEWS)

আলোর আলোয় মাতোয়ারা সারা ভুবন

Paramita Gharai: 

ProMASS, Oct 28, 2016: 
আর কয়েকদিন পরেই দীপাবলী। ভারতবর্ষের প্রাচীন উৎসব। এই উৎসব সম্পর্কে হিন্দু পুরানে অনেক গল্প প্রচলিত আছে। জৈন ও শিখ ধর্মীয় মানুষরা এই উৎসবের সাথে জুড়েছেন তাদের ধর্মীয় ঐতিহ্যকে। পুরান বা ইতিহাস যাই হোক সারা ভারত উপমহাদেশে পালিত হয় আলোর উৎসব দীপাবলী। অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করবার প্রতীকী উৎসব দীপাবলী।  ত্রিপুরার মাতাবাড়ি ইতিমধ্যেই সেজে উঠেছে আলোকমালায়। চলছে দীপ উৎসব উপলক্ষ্যে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলার ঘরে ঘরে একইসঙ্গে চলছে কালীপুজোর প্রস্তুতি। ভারতের বিভিন্ন জায়গায় এদিন চলে ধনলক্ষ্মীর আরাধনা। আতশবাজি আর দীপের আলোয় সকল অন্ধকার দূর করার উৎসব দীপাবলী।





পৃথিবী বিভিন্ন জায়গায় বছরের বিভিন্ন সময়ে পালিত হয় আমাদের দীপাবলীর মতোই আলোর উৎসব। প্রতিটি উৎসবের প্রেক্ষাপটে আছে হয় পুরান বা দীর্ঘদিন ধরে চলে আসা প্রচলিত কোনো কাহিনী।
ইহুদীদের আলোর উৎসব হল হানুখ। ইহুদীদের ক্যালেন্ডারের কিসলেভ মাস শুরুর সময়ে আটদিন ধরে চলে এই আলোর উৎসব। ‌খ্রীষ্টপূর্ব ২০০ বছর আগে ইহুদীরা সিরিয়ার গ্রীক রাজার কাছে হেরে যায়।

জেরুসালেম দখল নেওয়ার পর গ্রীকরা ইহুদীদের মন্দির ধ্বংস করে। তাদেরকে ধর্মান্তরিত হয়ে গ্রীকদের তখনকার প্রচলিত ধর্ম নিতে বলা হয়। তারা রাজী না হলে তাদের হত্যা করা হয়। ১৬৫ খ্রীষ্টপূ্র্বাব্দে ইহুদীরা আবার জেরুসালেম উদ্ধার করে এবং মন্দির পুণ:‌ প্রতিষ্ঠিত হয়। এই উপলক্ষ্যেই পালিত হয় হানুখ।‌ আটটি প্রদীপ জ্বেলে পালিত হয় হানুখ। শেষ দিনে আরো একটি প্রদীপ জ্বালানো হয়।

নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে হল্যান্ডে পালিত হয় সেন্ট মার্টিনস্ ডে। এটি মূলত‌‌:‌ ছোটোদের উৎসব। গান গাইতে গাইতে আর ছড়া বলতে বলতে বাচ্চারা আলো [‌লন্ঠন]‌ হাতে নিয়ে ছুটোছুটি করে। ইউরোপে কোনো কোনো অংশে এটি ‘‌হারভেস্ট ফেস্টিভাল’‌ হিসেবে পালন করা হয়।

চীনদেশের ক্যালেন্ডার অনুযায়ী ‌প্রথম মাসের ১৫তম দিনে পালিত হয় ‘ল্যান্টার্ন ফেস্টিভ্যাল’‌।‌ মূলত বছরের প্রথম চোদ্দদিন বিভিন্ন রকমভাবে চীনা ঐতিহ্য অনুযায়ী উৎসব চলে। পনেরোতম দিনে পরিবারের সবাই লন্ঠন জ্বালিয়ে উদযাপন করে আলোর উৎসব। লন্ঠনগুলো লাল রঙের হয়। এই উৎসব অশুভ শক্তি দূর করে সুখ ও সমৃদ্ধির কামনায় পালিত হয়।

থাইল্যান্ডের আলোর উৎসবের নাম ‘‌লোই ক্রাথং’। ‘‌লোই’‌ মানে ভাসা আর ‘‌ক্রাথং ’‌ মানে পদ্মফুল। কলাপাতা কেটে তাকে পদ্মফুলের আকৃতি দেওয়া হয়। ‌তার ওপর রাখা হয় একটা মোমবাতি, তিনটে ধূপকাঠি, কিছু ফুল আর কয়েন। নভেম্বর মাসের শুরুতে চাঁদ উঠলে কোনো বড় জলাশয়ে ভাসানো হয় ক্রাথং,  সমস্ত দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্য ও সমৃদ্ধির কামনা করা হয়।

আমাদের দীপাবলীর সময়েই আমেরিকা সহ বহু দেশেই পালিত হয় হ্যালোউইন। এর পেছনে লুকিয়ে আছে প্রায় দুহাজার বছর আগের সংস্কার। এখন যেটা আয়ারল্যান্ড সেখানে ছিল কেল্টিক জাতির বাসভূমি। শীত শুরু হবার সাথে সাথেই শুরু হত নানা ধরণের কষ্ট। বিভিন্ন রোগ ও মৃত্যু এসে থাবা বসাতো তাদের জীবনে। ১লা নভেম্বর পালিত হয় ‘‌অল সেন্টস্ ডে’‌। তার আগের দিন অর্থাৎ ৩১শে অক্টোবর ‘‌অল হ্যালোস্ ইভ’ বা ‘‌হ্যালোউইন’‌‌। এদিন নাকি মৃত্যুলোক থেকে সব বিদেহী আত্মারা পৃথিবীতে আসে। তারা পুরোহিতকে আসন্ন শীত কেমন কাটবে সেকথা জানিয়ে যায়। কেল্টিক জনজাতির এই মিথ্ পরে মিশে যায় খ্রীষ্টানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে।


বিচিত্র পোশাক পরে ‘পার্টি’র আয়োজন করা হয় এদিন। তাছাড়া বড় বড় কুমড়োগুলোর ভেতর পরিষ্কার করে বাইরের খোসাকে কেটে বানানো হয় ভূতের চোখ নাক মুখ। কুমড়োর ভেতরে জ্বালানো হয় আলো। হ্যালোউইনের সন্ধ্যেতে আমেরিকা সহ অনেক পাশ্চাত্য দেশের রাস্তাঘাট, ঘরবাড়ি সেজে ওঠে ভৌতিক আলোর আবহে। আর চলে ‘‌বনফায়ার’‌ - অনেকটা দোলের সময়ে আমাদের নেড়াপোড়ার মতো।

সারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন জাতির মধ্যে প্রচলিত আছে আলোকেন্দ্রিক বিভিন্ন উৎসব। মেক্সিকোর ‘‌অল উইচ ডে’‌,  আমেরিকান আফ্রিকানদের ‘‌কওয়ানজা’‌ উৎসব, ইজিপ্টের ৬ এবং ৭ ই জানুয়ারির খ্রীষ্টমাস, ব্রাজিলের ৩১ শে ডিসেম্বর, জাপানের আমুরি নেতুবা মাৎসুরি, স্পেনের লাস্ ফেলাস্, ফ্রান্সের লিয়ন ছাড়াও রয়েছে আরো আরো অনেক আলোর উৎসব। উৎসব যেখানে যাই হোক সব আলোর উৎসবেরই একই উদ্দেশ্য – অশুভ শক্তির নাশ করে শুভ শক্তির জাগরণ ।