Thursday, 11 February 2016

কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাষ

আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটা পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা ও হাল্কা বৃষ্টিপাতের রয়েছে।  দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং  উভয় তাপমাত্রা যথাক্রমে ২ থেকে ৩০ এবং ১৭ থেকে ১ ডিগ্রী পর্যন্ত পরিবর্তিত হতে পারে। এই সময়ে বাতাসের বেগ স্বাভাবিক থাকবে এবং  দক্ষিণ পূর্ব দিক থেকে  গড়ে কিমি প্রতি ঘন্টায় বয়ে যেতে পারে। আর্দ্রতা ৩৩ থেকে ৯ শতাংশ পর্যন্ত পরিবর্তিত হতে পারে।

for Agro advisory offered by ICAR, Pl visit www.pro-mass.com
  
ভারতীয় কৃষি গবেষণা পর্ষদ (আই সি এ আর)-এর কৃষি পরামর্শের জন্য www.pro-mass.com ওয়েবসাইট দেখুন।


No comments:

Post a Comment