আগামী ১৪
ফেব্রুয়ারি সকাল
সাড়ে আটটা পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা ও হাল্কা
বৃষ্টিপাতের রয়েছে। দিন ও রাতের
তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং উভয়
তাপমাত্রা যথাক্রমে ২৮ থেকে ৩০ এবং ১৭
থেকে ১৯ ডিগ্রী পর্যন্ত পরিবর্তিত হতে পারে। এই সময়ে
বাতাসের বেগ স্বাভাবিক থাকবে এবং দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে ৫ কিমি
প্রতি ঘন্টায় বয়ে যেতে পারে। আর্দ্রতা ৩৩ থেকে ৯৭
শতাংশ পর্যন্ত পরিবর্তিত হতে পারে।
for Agro advisory offered by ICAR, Pl visit www.pro-mass.com
ভারতীয় কৃষি গবেষণা
পর্ষদ (আই সি এ আর)-এর কৃষি পরামর্শের জন্য www.pro-mass.com ওয়েবসাইট দেখুন।
No comments:
Post a Comment