Tuesday, 16 February 2016

দক্ষিণ এশীয় গেমস্‌-এর বক্সিং-এ ভারতীয় মহিলাদের দখলে সবকটি সোনা


দ্বাদশ দক্ষিণ এশীয় গেমস্‌-এর শেষ দিনে আজ ভারতীয় মহিলা বক্সাররা ইতিহাস রচনা করেছেন। শিলং-এ ভারতীয় মহিলারা শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তিনটি পদকই নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছেন। পাঁচবারের বিশ্বজয়ী বক্সার এম সি মেরি কম, এল সারিতা দেবী ও পূজারানী নিজ নিজ বিভাগে বিপক্ষ বক্সারদের হারিয়ে সোনা পেয়েছেন। এরফলে, ভারতীয় মহিলারা বক্সিং-এর বিভিন্ন বিভাগে ১০টির মধ্যে ১০টি সোনা পেয়ে দেশের নাম ক্রীড়া আঙিনায় আরও একবার উজ্জ্বল করলেন।

উল্লেখ করা যেতে পারে, গতকাল ভারতীয় পুরুষ বক্সাররা ৭টি বিভাগের সবকটিতেই স্বর্ণপদক পেয়ে বিপক্ষ প্রতিদ্বন্দ্বীদের স্বর্ণপদকের প্রত্যাশা ব্যর্থ করে দেন।


স্বর্ণপদক জয়ের পর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিয়ান বক্সার মেরি কম তাঁর খুশি ব্যক্ত করে বলেন, “খেলা শুরুর আগে নিজেকেই তাঁর প্রতিদ্বন্দ্বী বলে মনে হয়েছে। যদি আমাকে কেউ চ্যালেঞ্জ জানায়, তা হলে আমি মতামত জানানোর প্রয়োজন মনে করি না। সত্যিই বলছি, আজকের ফলাফলে আমি ভীষণ খুশি এবং আরও সাফল্য পাওয়ার ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী”।
For more stories pl visit: www.pro-mass.com

No comments:

Post a Comment